80 লাখ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার 2 - কলকাতায় প্রতারণা
🎬 Watch Now: Feature Video
মোবাইলের টাওয়ার বসানোর নাম করে 80 লাখ টাকার প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । দু'জনই আলাদা দু'টি কম্পানির ডিরেক্টর । ধৃতরা হল দেবব্রত চক্রবর্তী ও শমীক দেবনাথ । ধৃতদের বিরুদ্ধে 419/420/406/120B ধারায় মামলা রুজু করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ইটালগাছা এলাকার বাসিন্দা কাশীনাথ সেনের কাছে একটি ফোন আসে। বলা হয়, তাঁর বাড়িতে মোবাইলের টাওয়ার বসানো হবে। সেইমতো তাঁকে নানান প্রলোভন দেখিয়ে 80 লাখ টাকা নিয়ে নেওয়া হয়। যখন তিনি বুঝতে পারেন যে তাঁর সাথে প্রতারণা হয়েছে তখন তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গতকাল লেকটাউন এলাকায় দু'টি অফিসে হানা দেয়।