বিজাপুর, 7 জানুয়ারি: নতুন বছরে ফের বড়সড় বিস্ফোরণের ছক কষছে মাওবাদীরা ৷ তবে তাদের সেই হামলার ছক বানচাল করে দিলেন সিআরপিএফ জওয়ানরা ৷ ছত্তিশগড়ের বস্তারের বিজাপুরে 20 থেকে 22 কেজি ওজনের একটি আইইডি উদ্ধার হয়েছে ৷
সিআরপিএফ জওয়ানরা লাগাতার মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছেন ৷ তারই অংশ হিসাবে সেন্ট্রাল ফোর্সের 196তম ব্যাটালিয়নের জওয়ানরা উসুর থানা এলাকায় তল্লাশি অভিযানে বেরিয়েছিলেন ৷ তল্লাশির সময় সোমবার সকাল সাড়ে 7টার দিকে জওয়ানরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) শনাক্ত করেন । এই আইইডিটি একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামে রাখা ছিল । মনে করা হচ্ছে, সোমবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণের পরিকল্পনা ছিল ৷ তার আগে জওয়ানরা অভিযানে আইইডি উদ্ধার করতে সফল হন ।
সিআরপিএফের একজন সিনিয়র অফিসার বলেন, "আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে । এর ফলে বড় ধরনের ঘটনা এড়ানো গিয়েছে । সিআরপিএফ জওয়ানরা কাঁচা রাস্তার নিচ থেকে আইইডি উদ্ধার করতে জেসিবি ব্যবহার করেছিল । আইইডির ওজন ছিল প্রায় 20-22 কেজি । ফোর্সের বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড কয়েক ঘণ্টার মধ্যে আইইডি-টি নিষ্ক্রিয় করে এবং এলাকায় যান চলাচল স্বাভাবিক করে দেয় ।"
উল্লেখ্য, ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর উপর দুই বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা হয় সোমবার ৷ ওইদিন দুপুর 2টো 15 মিনিটে কুত্রু থানা এলাকার আম্বেলি গ্রামের কাছে ঘটনাটি ঘটে ৷ 60-70 কেজি শক্তিশালী আইইডি ব্যবহার করে জওয়ান বোঝাই একটি গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা । পুলিশ সন্দেহ করছে, জওয়ানদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য ওই আইইডি অনেক আগে থেকেই ওখানে বসানো ছিল । গতকালের বিস্ফোরণে 9 জন ডিআরজি জওয়ান শহিদ হন । মৃতদের মধ্যে রয়েছেন গাড়ির চালকও । গুরুতর আহত আরও কয়েকজন ৷ হামলায় দুমড়ে-মুচড়ে যায় জওয়ানদের গাড়িটি ৷ (এজেন্সি ইনপুট-সহ)