ETV Bharat / state

ঘন কুয়াশায় ফের বিপত্তি ! গঙ্গাসাগরে নদীর চরে আটকে গেল যাত্রী বোঝাই ভেসেল - VESSEL SERVICES

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে 20 ঘণ্টাই মিলবে ভেসেল পরিষেবা । এদিনের এই ঘটনার পর জেলাশাসকের ওই ঘোষণা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

vessel services
নদীর চরে যাত্রী বোঝাই ভেসেল আটকে বিপত্তি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2025, 2:26 PM IST

গঙ্গাসাগর, 7 জানুয়ারি: ঘন কুয়াশার কারণে ফের বিপত্তি গঙ্গাসাগরে ৷ মঙ্গলবার সকালে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়ে যাত্রী বোঝাই ভেসেল ৷ পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে যাত্রীদের উদ্ধার করা হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আনুমানিক সকাল 8টা 40 মিনিটে এই ঘটনা ঘটে ৷ কাকদ্বীপের লট নম্বর 8-এর ঘাট থেকে যাত্রীদের নিয়ে ভেসেলটি গঙ্গাসাগরের কচুবেড়িয়া আসার উদ্দেশে বেরিয়েছিল ৷ ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় করতে পারেনি ভেসেলটি এবং সেটি মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায় ।

নিরাপদে উদ্ধার যাত্রীদের (ইটিভি ভারত)

এ বিষয়ে ভেসেল কর্মী অসীমকুমার দাস বলেন, "সকাল থেকেই আবহাওয়া পরিষ্কার ছিল ৷ বেশ কয়েকটি ভেসেল চালানো হয়েছিল ৷ এরপর হঠাৎ করে ঘন কুয়াশার কারণে কাকদ্বীপ লট নম্বর 8 ভেসেল ঘাটে একটি ভেসেল কচুবেড়িয়া দিকে আসার সময় হঠাৎ করে দিক নির্ণয় না করতে পেরে নদীর চরে আটকে যায় । স্থানীয় পুলিশ প্রশাসন এবং ভেসেল কর্তৃপক্ষ নদীর চরে আটকে থাকা ভেসেল থেকে যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসে ।"

এই ঘটনা জানাজানি হতেই অন্য ভেসেলে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন । এরপর ভেসেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় নদীর চরে আটকে থাকা ভেসেল থেকে যাত্রীদের নামিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে নিয়ে আসা হয় । গঙ্গাসাগর মেলার আগে ভেসেল আটকে পড়ার ঘটনায় প্রশাসনের ব্যর্থতা দেখছেন যাত্রীরা ৷ জেলা প্রশাসন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং করিয়েছে ৷ কুয়াশার জন্য অ্যান্টি ফগ লাইট লাগিয়েছে ৷ সেগুলি কার্যত বিফলে গেল বলে মনে করছেন তীর্থযাত্রী থেকে শুরু করে সাগরদ্বীপের বাসিন্দারা ।

ভেসেলের যাত্রী সাথী মিত্রের কথায়, "আজ কাকদ্বীপ থেকে একটি ভেসেল গঙ্গাসাগরে আসার সময় নদীর চরে আটকে যায় । গঙ্গাসাগর মেলার আগে কোটি কোটি টাকা ব্যয় করে ড্রেজিং করা হয় ৷ কিন্তু তাতে সাগরের বাসিন্দাদের কোনও লাভ হয় না । সেই নদীর চরে আটকে পড়ছে ভেসেল ৷ এখনও গঙ্গাসাগর মেলা শুরু হয়নি । এরপর লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে আসবেন । তখন কী হবে ৷ এখনও সেই প্রাণের ঝুঁকি নিয়ে সাগরের বাসিন্দাদের নদী পারাপার করতে হচ্ছে । যাত্রীদের দুর্ভোগ কিন্তু লেগেই রয়েছে ৷"

উল্লেখ্য, সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর কয়েকদিন পরেই মেলার উদ্বোধন হবে ৷ ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসা শুরু করে দিয়েছেন । কিন্তু এই সময় ভেসেল বিপত্তির ঘটনা ঘটছে ৷ তবে এই ঘটনা নতুন নয়, প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় না করতে পেরে যাত্রীবাহী ভেসেল নদীর চরে আটকে পড়ে ৷ সেই সমস্যার কথা মাথায় রেখে অ্যান্টি ফগলাইট ও জিপিআরএস সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে । কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছে না বলে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা ৷ তাঁদের কথায়, এদিনের ঘটনায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে জেলা প্রশাসনের খামতির দিক ফুটে উঠছে ।

গঙ্গাসাগর, 7 জানুয়ারি: ঘন কুয়াশার কারণে ফের বিপত্তি গঙ্গাসাগরে ৷ মঙ্গলবার সকালে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়ে যাত্রী বোঝাই ভেসেল ৷ পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে যাত্রীদের উদ্ধার করা হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আনুমানিক সকাল 8টা 40 মিনিটে এই ঘটনা ঘটে ৷ কাকদ্বীপের লট নম্বর 8-এর ঘাট থেকে যাত্রীদের নিয়ে ভেসেলটি গঙ্গাসাগরের কচুবেড়িয়া আসার উদ্দেশে বেরিয়েছিল ৷ ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় করতে পারেনি ভেসেলটি এবং সেটি মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায় ।

নিরাপদে উদ্ধার যাত্রীদের (ইটিভি ভারত)

এ বিষয়ে ভেসেল কর্মী অসীমকুমার দাস বলেন, "সকাল থেকেই আবহাওয়া পরিষ্কার ছিল ৷ বেশ কয়েকটি ভেসেল চালানো হয়েছিল ৷ এরপর হঠাৎ করে ঘন কুয়াশার কারণে কাকদ্বীপ লট নম্বর 8 ভেসেল ঘাটে একটি ভেসেল কচুবেড়িয়া দিকে আসার সময় হঠাৎ করে দিক নির্ণয় না করতে পেরে নদীর চরে আটকে যায় । স্থানীয় পুলিশ প্রশাসন এবং ভেসেল কর্তৃপক্ষ নদীর চরে আটকে থাকা ভেসেল থেকে যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসে ।"

এই ঘটনা জানাজানি হতেই অন্য ভেসেলে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন । এরপর ভেসেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় নদীর চরে আটকে থাকা ভেসেল থেকে যাত্রীদের নামিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে নিয়ে আসা হয় । গঙ্গাসাগর মেলার আগে ভেসেল আটকে পড়ার ঘটনায় প্রশাসনের ব্যর্থতা দেখছেন যাত্রীরা ৷ জেলা প্রশাসন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং করিয়েছে ৷ কুয়াশার জন্য অ্যান্টি ফগ লাইট লাগিয়েছে ৷ সেগুলি কার্যত বিফলে গেল বলে মনে করছেন তীর্থযাত্রী থেকে শুরু করে সাগরদ্বীপের বাসিন্দারা ।

ভেসেলের যাত্রী সাথী মিত্রের কথায়, "আজ কাকদ্বীপ থেকে একটি ভেসেল গঙ্গাসাগরে আসার সময় নদীর চরে আটকে যায় । গঙ্গাসাগর মেলার আগে কোটি কোটি টাকা ব্যয় করে ড্রেজিং করা হয় ৷ কিন্তু তাতে সাগরের বাসিন্দাদের কোনও লাভ হয় না । সেই নদীর চরে আটকে পড়ছে ভেসেল ৷ এখনও গঙ্গাসাগর মেলা শুরু হয়নি । এরপর লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে আসবেন । তখন কী হবে ৷ এখনও সেই প্রাণের ঝুঁকি নিয়ে সাগরের বাসিন্দাদের নদী পারাপার করতে হচ্ছে । যাত্রীদের দুর্ভোগ কিন্তু লেগেই রয়েছে ৷"

উল্লেখ্য, সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর কয়েকদিন পরেই মেলার উদ্বোধন হবে ৷ ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসা শুরু করে দিয়েছেন । কিন্তু এই সময় ভেসেল বিপত্তির ঘটনা ঘটছে ৷ তবে এই ঘটনা নতুন নয়, প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় না করতে পেরে যাত্রীবাহী ভেসেল নদীর চরে আটকে পড়ে ৷ সেই সমস্যার কথা মাথায় রেখে অ্যান্টি ফগলাইট ও জিপিআরএস সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে । কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছে না বলে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা ৷ তাঁদের কথায়, এদিনের ঘটনায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে জেলা প্রশাসনের খামতির দিক ফুটে উঠছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.