TMC observes Traitor Day : কাঁথিতে তৃণমূলের গদ্দার দিবস পালন - TMC Traitor Day
🎬 Watch Now: Feature Video
তৃণমূলের উচ্ছ্বাস দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরে শুরু হল পদযাত্রা ৷ কাঁথি কলেজ মাঠ সংলগ্ন মাঠে উচ্ছ্বাস দিবস ও সংহতি পদযাত্রা শুরু হল । কাঁথির মেছেদা বাইপাস থেকে মিছিল করে কাঁথি শহর পরিক্রমা করে এই পদযাত্রা ৷ গত বছর 19 ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন । তার বর্ষপূর্তি পালন করছে তৃণমূল । গদ্দার দিবস পালন করছে ঘাসফুল শিবির (TMC observes Traitor Day) । এদিন কাঁথির এই দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, মৎস্যমন্ত্রী অখিল গিরি এবং তৃণমূলের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি ৷