Sayantan Basu : তৃণমূল ক্ষমতায় থাকলে এখানেও তালিবান ঢুকে পড়বে, বিস্ফোরক সায়ন্তন - তৃণমূল ক্ষমতায় থাকলে এখানেও তালিবান ঢুকে পড়বে, বিস্ফোরক সায়ন্তন
🎬 Watch Now: Feature Video
"আফগানিস্তানে তালিবানি রাজত্ব দেখে উৎফুল্ল বাংলার তৃণমূল নেতারা । তৃণমূল এখানে ক্ষমতায় থাকলে কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গেও ঢুকে পড়বে তালিবান ।" বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর (Sayantan Basu) । শনিবার পুরানো একটি রাজনৈতিক মামলায় বসিরহাট মহকুমা আদালতে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির এই নেতা । সেখানেই তৃণমূল সরকারকে তালিবানের সঙ্গে তুলনা করেন সায়ন্তন । বলেন, "এই রাজ্যে পুরোদমে তালিবানি শাসন চলছে । আজ থেকে ত্রিশ বছর আগেও বসিরহাটে বোরখা এবং জোব্বার সংস্কৃতি ছিল না । কিন্তু এখন সেই সংস্কৃতি-ই চলছে সেখানে । পশ্চিমবঙ্গ ছাড়াও পাকিস্তান আর তালিবানের মধ্যে এই ধরনের সংস্কৃতির দেখা মেলে ৷"