Bhabanipur By-Election : কলকাতা পুলিশ এখন পিসি সার্ভিস হয়ে গিয়েছে, মমতার পাড়ায় বচসার পর সুকান্ত - Sukanta Majumdar gets into argument with police in Bhabanipur
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । পুলিশি বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্বকে প্রচার না করেই ফিরে আসতে হয় । এদিন 73 নম্বর ওয়ার্ডে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি ছিল বিজেপির । সেই প্রচার শুরুর কিছু সময় পরই তৈরি হয় বিপত্তি । সুকান্ত বলেন, "কলকাতা পুলিশ এখন পিসি সার্ভিস হয়ে গিয়েছে । কলকাতা পুলিশের এখন পিসি ও তাঁর পরিবারের সেবা করা ছাড়া আর পুলিশের কোনও কাজ নেই ৷ কলকাতা পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে । নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যায় কি না, আমরা পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত নেব ।"