চিকিৎসকদের বিভ্রান্ত করছেন বহিরাগতরা, বৈঠকের মাঝপথে বেরিয়ে মন্তব্য শান্তনুর - Patients
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল বহিরাগতরাই আন্দোলনের উস্কানি দিচ্ছে । আর আজ কার্যনিবাহী কমিটি থেকে বেরিয়ে সেই কথাই বললেন IMA-র সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন । বিকেলে নবান্নে আন্দোলনরত ছাত্ররা যাবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে NRS -এ বসেছিল কার্যনিবাহী কমিটির বৈঠক । সেই বৈঠক থেকে বেরিয়ে শান্তনুর দাবি, "বৈঠকে এমন অনেকে ছিলেন যাঁরা মেডিকেলের ছাত্র নন । তাঁদের অনেকেই অন্য জায়গায় চাকরি করেন ।" তাঁর আরও অভিযোগ, আন্দোলনকারীদের বিভ্রান্ত করতে এবং অচলাবস্তাকে জিইয়ে রাখতে এই কাজ করছেন তাঁরা । দেখুন ভিডিয়ো...
Last Updated : Jun 15, 2019, 1:38 PM IST