শান্তিপুরে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার - পেঁচা উদ্ধার
🎬 Watch Now: Feature Video
শান্তিপুরে উদ্ধার সাতটি বিরল প্রজাতির পেঁচা ৷ জলেশ্বর তেলিপাড়া এলাকায় বাপি সাধুখাঁর বাড়ি থেকে উদ্ধার হয় পেঁচাগুলি ৷ বাড়ির এক সদস্য বলেন, বাড়িতে দীর্ঘদিন কেউ না থাকায় ছাদে বাসা বাঁধে পেঁচাগুলি । আজ বিষয়টি নজরে আসে ৷ খবর দেওয়া হয় বনদপ্তরে ৷ বনকর্মীরা এসে খাঁচাবন্দী করে পেঁচাগুলিকে উদ্ধার করে নিয়ে যান ৷ বনদপ্তরের তরফে জানানো হয়েছে, এই ধরনের পেঁচাগুলি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে । এগুলিকে আর দেখা যায় না । তাই তাদের যাতে বাঁচিয়ে রাখা যায় তার চেষ্টা করা হচ্ছে । সেই সঙ্গে এরা যাতে বংশবৃদ্ধি করতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে ।