চিনা পণ্য বয়কট করুক ভারত, বিক্ষোভ দার্জিলিঙে - ভারত-চিন সীমান্ত
🎬 Watch Now: Feature Video
চিনা পণ্য বয়কট করুক ভারত সরকার । এই দাবিতে আজ দার্জিলিঙের ক্লাবসাইডে বিক্ষোভ দেখাল রিজিওনাল তিবেতান ইউথ কংগ্রেস বা RTUC । সংগঠনের তরফে পোস্টার, ব্যানার নিয়ে চিনা পণ্য বর্জনের দাবি জানানো হয় । দেওয়া হয় স্লোগানও । সংগঠনের তরফে তাশি চেদেন বলেন, "শুধু দার্জিলিঙেই নয় । আরও অন্যান্য জায়গাতেও সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়েছে ।" এর আগে দার্জিলিং ও কালিম্পঙেও চিনা পণ্য বয়কটের দাবিতে চিনা প্রেসিডেন্টের কুশপুতুল দাহ সহ চিনা পণ্য পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় । লাদাখের গালওয়ানে শহিদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ।