Puja Parikrama : সিঁদুরখেলার চল নেই, পারশালিকা ঘোষ পরিবারে মঙ্গল কলস-নবপত্রিকা বিসর্জন দিয়ে শুরু দশমী - মুর্শিদাবাদ
🎬 Watch Now: Feature Video
দশমীতে সিঁদুর খেলার চল নেই মুর্শিদাবাদের পারশালিকা ঘোষ পরিবারের 268 বছরের দুর্গাপুজোয় । বিজয়ায় বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শেষে মঙ্গল কলস ও নবপত্রিকা বিসর্জন করেন পরিবারের সদস্যরা ৷ এরপরই শুরু হয় বিজয়ার শুভেচ্ছে বিনিময় । দশমীর বেলার দিকে পূর্ণ কলস ও নবপত্রিকা নদীতে নিরঞ্জনে পরিবারের সকল সদস্যরাই সামিল হয়েছেন ৷ প্রতিমা নিরঞ্জন হবে রাতে ৷ চিড়ে-ফল-মিষ্টির ভোগ বিতরণের পর । তবে বিজয়া শুরু হয় মঙ্গল কলস বিসর্জনের পর । সপ্তমী থেকে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত ঘোষ পরিবারের মন্দিরে একটানা জ্বলে দু'টি ঘিয়ের প্রদীপ । এটাই এই পারিবারিক পুজোর অন্যতম বৈশিষ্ট্য ।