Bharat Bandh : ভারত বনধের সমর্থনে রাস্তায় বাম নেতৃত্ব - Surjya Kanta Mishra
🎬 Watch Now: Feature Video
ববনধের সমর্থনে পথে নামল বামফ্রন্ট নেতৃত্ব । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose), রাজ্য সিপিএমের সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra), সাংসদ বিকাশ ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya), আরএসপির রাজ্য সম্পাদক মনোজ ভট্টাচার্য সকলেই মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে ডাকা এই বনধকে সমর্থন করলেন ।