Mamata Banerjee : কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে তৎপরতা তুঙ্গে - কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক
🎬 Watch Now: Feature Video
পাহাড় সফরের তৃতীয় দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । উত্তরকন্যায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকের পর মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী । মঙ্গলবার কার্শিয়াংয়ের টাউন হলে ওই দুই জেলার প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে । আর মুখ্যমন্ত্রীর পাহাড় সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতার তুঙ্গে রয়েছে । মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যে পাহাড়ের বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন পাহাড়বাসী । মুখ্যমন্ত্রীর পাহাড় সফরকে কেন্দ্র করে আশায় বুক বেঁধেছেন পাহাড়বাসীরা ।