Bhadu festival : ভাদু পুজোয় মাতোয়ারা জঙ্গলমহল - ভাদু পুজোয় মাতোহারা জঙ্গলমহল
🎬 Watch Now: Feature Video
ভাদু পুজোতে (Bhadu festival) মাতল জঙ্গলমহল । রাঢ় বঙ্গের অন্যতম লোক উৎসব ভাদু, টুসু । ভাদ্র মাসে বাড়িতে ভাদু এনে পুজো শুরু হয় । আর ভাদ্র মাসের সংক্রান্তি অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে হয় ভাদুর জাগরণ । এই ভাদুর জাগরণ নিয়ে রাঢ় বাংলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং বাংলা লাগোয়া ঝাড়খণ্ডের কিছু সীমানা এলাকায় আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় । ঘর সাজিয়ে হয় ভাদুর পুজো । পুজোর রীতিও কিছুটা আলাদা । সারা রাত ধরে চলে জাগরণ । সেখানে মহিলারা ভাদুর গান করেন । সেই গানে উঠে আসে পুরান, রামায়ণ, মহাভারতের কিছু কাহিনি ৷ আবার কোথায় ফুটে ওঠে সংসার জীবনের নানা ছবি । আবার কখনও ভাদু গানের মাধ্যমেই চলে করোনা সচেতনতার বার্তাও ।