বাংলাকে যেভাবে দেখতে চান সেরকমই হবে : ভি কে সিং - আসানসোলে দলীয় কর্মীদের সঙ্গে সভায় বিজয় কুমার সিং জানালেন , বাংলায় পরিবর্তন আসবেই ৷
🎬 Watch Now: Feature Video
আসানসোলে এক সভায় কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং বলেন, বাংলায় পরিবর্তন আসবেই ৷ আরও বলেন, "বাংলার স্বাধীনতার ইতিহাস গর্বের ৷ 70- এর দশকে নকশাল আন্দোলন শুরু হয় ৷ ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ৷ সেই আতঙ্কের পরিবেশ এখনও কাটেনি ৷ বাংলায় পরিবর্তন আসবেই ৷ যেভাবে বাংলাকে দেখতে চান সেরকমই হবে ৷ আসানসোল থেকেই শুরু হবে পরিবর্তন৷"
TAGGED:
বিজয় কুমার সিং