Duare Sarkar : ভিড় নিয়ন্ত্রণে পুরুলিয়ায় দুয়ারে সরকার ক্যাম্পে ছৌ নাচের আসর - Chhau dance
🎬 Watch Now: Feature Video
দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্পকে ঘিরে বেশ সাড়া পড়েছে রাজ্যজুড়ে ৷ ক্যাম্পগুলিতে ভিড়ও হচ্ছে ব্যাপক ৷ ভিড়ের চোটে কোথাও কোথাও অশান্তিও তৈরি হয়েছে ৷ তাই ক্যাম্পে লাইন দেওয়া মানুষকে শান্ত রাখতে মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে পুরুলিয়া জেলায় ৷ এখানে ক্যাম্পগুলিতে ছৌ নাচের (Chhau dance) আয়োজন করা হয়েছে ৷ প্রকল্পের ফর্ম দেওয়া-নেওয়ার পাশেই চলছে ছৌ নাচের আসর ৷ দেখা যাচ্ছে মহিষাসুরমর্দিনী পালা ৷ মানুষজনও তাড়িয়ে উপভোগ করছেন তা ৷ এদিন ডিমডিহা পঞ্চায়েতে দুয়ারে সরকারের ক্যাম্পে আয়োজিত হয়েছিল এমনই একটি ছৌ নাচ পালা ৷ পঞ্চায়েতের প্রধান শম্পা পান্ডে বলেন, "এতে মানুষের মনোরঞ্জনের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধার কথাও জনসমক্ষে তুলে ধরা হচ্ছে ৷" তবে বিষয়টিকে কটাক্ষ বিজেপির পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, "এই সরকার শুধু প্রচারের জন্য এসব করছে ৷ এই দুয়ারে সরকারে মানুষ পরিষেবা কতটা পাবেন তা নিয়ে সন্দেহ আছে ৷"