Blood Collection Awareness Rally : সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহের আবেদন নিয়ে ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের প্রচারাভিযান - সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহের আবেদন জানাল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 7, 2022, 12:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

পেশাদার রক্তদাতাদের কাছ থেকে রক্ত নয়, সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করুন। পাশাপাশি সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে আরও বেশি করে রক্ত দিন ৷ রক্ত নিয়ে প্রচারে এই বার্তা দিল অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন (Blood Collection Awareness Rally)। 15 হাজার কিলোমিটার পথজুড়ে সিকিমের পেলিং পর্যন্ত চলবে তাদের এই প্রচার অভিযান। সোমবার সকালে নদিয়ার শান্তিপুর থেকে আবারও রওনা দেয় তাদের এই প্রচার অভিযান। মূলত বারাসত থেকে শুরু হয় তাদের এই প্রচার অভিযান। আওয়ালসিদ্ধি এবং আমডাঙার 100 জনের প্রতিনিধি দল এই বাইক যাত্রায় অংশগ্রহণ করেন। আগামী 14 মার্চ পর্যন্ত চলবে তাদের এই সচেতনতা যাত্রা। 15 হাজার কিলোমিটার অতিক্রান্ত করে প্রায় চল্লিশটি সেমিনার সংঘটিত করে সিকিমের পেলিংয়ে গিয়ে শেষ হবে রক্ত নিয়ে তাদের এই প্রচার অভিযান। এদিন শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ মণ্ডল বলেন, "থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে সরকারি ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব দেখা যায়। তখনই রোগীর পরিবার পেশাদার রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে। এতে বিভিন্ন রোগের সম্ভাবনা তৈরি হয় রোগীর শরীরে। এই কারণে আমাদের বার্তা আরও বেশি করে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিকে রক্ত দিতে হবে এবং সেখান থেকেই রক্ত সংগ্রহ করতে হবে।"
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.