BJP Protest Rally : সুকান্তর নেতৃত্বে কোন্নগরে বিজেপির প্রতিবাদ মিছিল - BJP Protest Rally in Konnagar
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14910368-505-14910368-1648917119663.jpg)
কোন্নগরের পেট্রল পাম্প থেকে উত্তরপাড়া থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বিজেপি । পৌরভোটে বিজেপি নেত্রী কৃষ্ণা ভাট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে শনিবার এই মিছিল হয় । এই প্রতিবাদ মিছিলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, যেভাবে তৃণমূল বিজেপির ওপর হামলা চালাচ্ছে তার প্রতিবাদ জানানো হচ্ছে । রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই । সমস্ত ক্ষেত্রে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে । এই প্রতিবাদ থেকেই আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার আসবে (BJP Protest Rally in Konnagar)।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST