Ballygunge By Poll 2022 : একাধিক বুথে বিজেপির পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি, অভিযোগ কেয়ার - Ballygunge Bye Poll BJP Candidate
🎬 Watch Now: Feature Video
হেভিওয়েট বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে উত্তপ্ত পরিবেশ ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ অভিযোগ করেন, মডার্ন হাইস্কুলে 227 নং বুথে মেশিন খারাপ ৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "ভোটাররা ফিরে যাচ্ছে ৷ একবার মেশিন পাল্টানো সত্ত্বেও দ্বিতীয় সেই খারাপ মেশিন ৷" আর 4-5টি জায়গা থেকে খারাপ মেশিনের খবর মিলেছে, জানালেন বিজেপি প্রার্থী (BJP Candidate Keya Ghosh alleges against Presiding Officer in Ballygunge) ৷ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে তিনি বলেন, "রাজ্য সরকারের পাঠানো প্রিসাইডিং অফিসাররা কি ন্যূনতম নিয়মটা কি জানেন না ? বালিগঞ্জে আমাদের পোলিং এজেন্টকে ইচ্ছাকৃত প্রায় 45 মিনিট বসতে দেওয়া হয়নি ৷"
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST