Asansol By Election 2022 : বারাবনিতে অগ্নিমিত্রা পলের কনভয়ে হামলা, ভাঙল গাড়ি - bjp candiadte agnimitra paul alleges attack on convoy by tmc at barabani
🎬 Watch Now: Feature Video
আসানসোলের বারাবনির কাপিষ্টায় 175 নম্বর বুথে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা এবং হাতাহাতি হয় গ্রামবাসীদের (Asansol By Election 2022)। অভিযোগ, তারপরই বাঁশ, লাঠি দিয়ে অগ্নিমিত্রা পলের কনভয়ে হামলা করা হয় ৷ ব্যাপক ইটবৃষ্টিও হয় ওই এলাকায় । ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের সময়ও এই এলাকার কাছেই একটি জায়গায় বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা হয়েছিল ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST