যুদ্ধ নয় শান্তি চাই, লাদাখ পরিস্থিতি নিয়ে গান বাঁধলেন শিল্পী - ভারত চিন সংঘর্ষ
🎬 Watch Now: Feature Video
কয়েকদিন আগে গালওয়ান সীমান্তে ভীরত ও চিন সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে । এরই মধ্যে এনিয়ে গান বাঁধলেন যোগা শিক্ষক তথা FTI-এর অভিনয়ের অধ্যাপক ও গায়ক ফানসুখ লাদাখি । গানের মাধ্য়মে তিনি শান্তির বার্তা দিতে চেয়েছেন । তাঁর বক্তব্য, লাদাখবাসী দেশকে সমর্থন করে । কিন্তু যুদ্ধ নয়, শান্তি চান সকলে ।