মেট্রোয় চড়ে বসল বাঁদর , হইচই নেট দুনিয়ায় - দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 20, 2021, 1:19 PM IST

এই সওয়ারির কিন্তু মেট্রোয় চড়ার জন্য কোনও টোকেন লাগেনি ৷ বিনা টোকেনেই দিব্যি চড়ে বসেছে মেট্রোতে ৷ রেকজুড়ে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে ৷ কোনও মানুষ যাত্রী নয় , এ যাত্রী একটা বাঁদর ৷ কখনও যাত্রীদের পাশে এসে বসছে তো কখনও মেট্রোর রড ধরে ঝুলছে ৷ আবার কখনও অপার বিস্ময়ে জানলার বাইরের দৃশ্য উপভোগ করছে ৷ প্রথমটায় কিছু যাত্রী ঘাবড়ে গেলেও পরে তাদের সহযাত্রীর কার্যকলাপে বেশ মজা পায় তারা ৷ আর এই ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে যায় নেট দুনিয়ায় ৷ দিল্লির ঘটনা ৷ দিল্লির আনন্দ বিহার থেকে দ্বারকা সেক্টর যাওয়ার পথে মেট্রোয় এই বাঁদরটি চড়ে বসে ৷ যাত্রীদেরই একজন খবর দেন দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষকে ৷ তারা জানায় , কীভাবে বাঁদরটি মেট্রোতে চড়ল তা খতিয়ে দেখা হবে ৷ আপাতত , মেট্রোর ওই কামরা থেকে বাঁদরটিকে কীভাবে বার করা যায় , সেবিষয়ে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনে ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.