জবলপুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ - মধ্যপ্রদেশ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7553484-718-7553484-1591769724712.jpg)
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ । জখম দুই গাড়ির চালক । আজ জবলপুরের ভেড়াঘাটের অন্তর্গত ত্রিপুরী সুন্দরী মাতা মন্দিরের সামনে দুর্ঘটনাটি ঘটে । স্থানীয়রা গাড়ি দুটির চালককে উদ্ধার করে । উভয়কেই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। দুর্ঘটনাটি স্থানীয় বেসরকারি স্কুলের CCTV ফুটেজে ধরা পড়েছে । যা সোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ।