ষাট ফুট গভীরে সাত পাকে বাঁধা - সমুদ্র দূষণ নিয়ে বার্তা
🎬 Watch Now: Feature Video
সমুদ্র দূষণ নিয়ে বার্তা দিতে সমুদ্রের ষাট ফুট গভীরে বিয়ে করলেন তামিল যুবক-যুবতি । প্রথা ভাঙা বিয়ে । তাই প্রস্তুতি পর্বও ছিল অন্যরকম । শাড়ি গয়নার বদলে স্কুবা ডাইভিংয়ের পোশাক কিনতে হয়েছিল শ্বেতা এবং চিন্নাদুরাইকে । স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণও নিতে হয় তাঁদের । টেক্কা দিলেন, বিশ্বের তাবড় তারকা দম্পতিদের । সমুদ্রের 60 ফুট গভীরে জলের নিচে বিয়ের মণ্ডপ পাতলেন তাঁরা । সবরকম রীতি রেওয়াজ মেনে বিয়ে করলেন সেখানেই । সমুদ্র দূষণ প্রতিরোধের বার্তা দেওয়ার উদ্দেশে ।