রজনীকান্তকে সম্মান জানাতে পুরীর সৈকতে বালি শিল্প - সুদর্শন পট্টনায়ক
🎬 Watch Now: Feature Video
ভারতীয় চলচ্চিত্রে মূল্যবান অবদানের জন্য দাদা সাহেব ফালকে পাচ্ছেন রজনীকান্ত ৷ আর সেই উপলক্ষে রজনীকান্তকে সন্মান জানাতে পুরীর সৈকতে বালি দিয়ে স্ক্লাপচার বানালেন স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়ক ৷ বালির সাহায্যে ফুটিয়ে তুললেছন রজনীকান্তের মুখ ৷ 70 বছর বয়সি দক্ষিণ ভারতীয় এই নায়কের ভক্তের সংখ্যা প্রচুর ৷ 1975এ 'অপূর্ব রগনগল' ছবি দিয়ে রজনীকান্ত তাঁর অভিনয় জীবনের শুরু করেন ৷ 45 বছরেরও বেশি সময় ধরে তিনি তামিল চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আছেন৷