ম্যানহোলের মুখ খোলা, চালকদের সতর্ক করতে 8 আট ঘণ্টা দাঁড়িয়ে মহিলা - ম্যানহোলের মুখ খোলা
🎬 Watch Now: Feature Video
অগাস্টের শুরু থেকেই অঝোরে বৃষ্টি মুম্বইয়ে । জলমগ্ন বাণিজ্য নগরীর একাধিক রাস্তা । মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে তখন একের পর এক গাড়ি এগোচ্ছে । কিন্তু সামনেই ম্যানহোলের মুখ খোলা । জল জমে থাকায় যা দেখা যাচ্ছে না । যেকোনও মুহূর্তে বিপদ হতে পারে । তাই কান্তা মূর্তি নামে এলাকারই এক ফুল বিক্রেতা এগিয়ে আসেন । একটানা আট ঘণ্টা বৃষ্টিতে দাঁড়িয়ে রইলেন ম্যানহোলের সামনে । বাঁশ হাতে দাঁড়িয়ে সকলকে ওই জায়গাটি এড়িয়ে যেতে বলেন ।