বালির ক্যানভাসে তামাক বর্জনের বার্তা সুদর্শনের
🎬 Watch Now: Feature Video
আজ বিশ্ব তামাক বর্জন দিবস ৷ পুরীর সমুদ্র সৈকতের সামনে নিপুণ হাতে বালুশিল্পের মাধ্যমে বিশ্ববাসীকে তামাক বর্জনের বার্তা দিলেন ওডিশার বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পটনায়েক ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হয় তামাক সেবনের ফলে ৷ সুদর্শন পাটনায়েক বললেন, "করোনা ভাইরাস সবার আগে আক্রমণ করে ফুসফুসকে ৷ তাই এইসময় তামাক সেবন করা অত্যন্ত ক্ষতিকারক ৷ "