জল খেয়ে বন্ধ করল কল; বাঁদর শিখল, মানুষ শিখল কি ? - monkey drink water

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 4, 2019, 3:28 PM IST

"জলই জীবন, জলই প্রাণ ৷" বিষয়টি মানুষকে বোঝানোর জন্য নানা কর্মসূচির আয়োজন করতে হচ্ছে আজকাল ৷ জল অপচয় বন্ধ করার জন্য রাস্তাঘাটে চোখে পড়ছে নানা পোস্টার ৷ কিন্তু, এখনও দেখা যাচ্ছে খোলা রয়েছে রাস্তার কল ৷ লিটার লিটার জল অপচয় হচ্ছে সেখানে ৷ এবিষয়ে মানুষকে বোঝানোর জন্য একাধিক পাঠ দেওয়া হলেও একটি বাঁদরকে তো এবিষয়ে কোনও পাঠ দেওয়া হয় না ৷ তাহলে বাঁদর হয়ে সে কী করে শিখল এই পাঠ ৷ তাকে তো কেউ শেখায়নি ৷ অবাক হচ্ছেন তাই তো ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় এই রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে একটি বাঁদর জল খেয়েই শুধু চলে গেল না ৷ কলটিও বন্ধ করে গেল ৷ দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.