মন্ত্রীর বাড়ির সামনে কাঁকড়া ছেড়ে অভিনব প্রতিবাদ মহারাষ্ট্রে - NCP
🎬 Watch Now: Feature Video
মন্ত্রীর বাড়ির সামনে কাঁকড়া ছেড়ে দিয়ে অভিনব বিক্ষোভ প্রদর্শন মহারাষ্ট্রে । ঘটনার সূত্রপাত মন্ত্রীর এক মন্তব্যে । গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে বাঁধ ভেঙে যায় মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় । ঘটনায় মৃত্যু হয় একাধিক মানুষের । সেই ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের জল সংরক্ষণ মন্ত্রীর মত ছিল, কাঁকড়ার চাপে নাকি ভেঙেছিল বাঁধ । সেই মন্তব্যের বিরোধিতা করলেন NCP কর্মীরা, তবে অভিনব কায়দায় । মন্ত্রী তানাজি সাওয়ান্তের বাড়ির সামনে কয়েক বস্তা কাঁকড়া ছেড়ে দিলেন বিক্ষোভকারীরা । দেখুন ভিডিয়ো ....