শপথগ্রহণ অনুষ্ঠান দেখার আবেদন জানিয়ে জলপাইগুড়ির রাস্তায় "নরেন্দ্র মোদি" - modi fan
🎬 Watch Now: Feature Video
রাস্তায় ঘুরে ঘুরে শপথগ্রহণ অনুষ্ঠান দেখার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করছেন "নরেন্দ্র মোদি "। তাঁকে দেখে পথচলতি লোকজন থমকে গেলেন । কেউ দু'দণ্ড দাঁড়িয়ে তাঁর আবেদন শুনলেন । কেউ কেউ আবার তাঁর সঙ্গে সেলফি তুললেন । আজ সকালে শহর জলপাইগুড়িতে দেখা গেল এমন অভিনব দৃশ্য । এই দৃশ্যের কুশীলব যিনি তাঁর নাম সুরেন্দ্র মণ্ডল । পেশায় TV মেকানিক সুরেন্দ্র জলপাইগুড়ি শহরের আপামর বাসিন্দাদের কাছে "জোকার" নামে পরিচিত । দ্বিতীয়বারের জন্য NDA ক্ষমতায় আসায় আদ্যন্ত BJP ভক্ত সুরেন্দ্র উচ্ছ্বসিত । আজ তাই তিনি নরেন্দ্র মোদির বেশ ধরে শহরের রাস্তায় ঘুরে শপথগ্রহণ অনুষ্ঠান দেখার জন্য আবেদন জানান ।