কর্মফল ! ভাইরাল বুমেরাং - পাখি শিকার করছে এক ব্যক্তি
🎬 Watch Now: Feature Video
পাখি মারা বন্দুক দিয়ে পাখি শিকার করছে এক ব্যক্তি । কিন্তু, তারপরের ঘটনাতেই শোর তুলেছেন নেটাগরিকরা । 6 সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, গুলি ছোড়ার মুহূর্তেই ছুটে এসে সোজা শিকারির চোখে পালটা আঘাত করে মাটিতে পড়ে যায় আহত পাখি । ঠিক যেন বুমেরাং । অতর্কিত হানায় প্রায় পড়েই যাচ্ছিল ওই শিকারি । কথায় আছে কারমা । কেউ আবার বললেন, নিউটনের তৃতীয় সূত্র অনুয়ায়ী প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো ।