"এই নাও আজ়াদি", জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি - জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি
🎬 Watch Now: Feature Video
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে চলল গুলি । জখম এক ছাত্র । বিশ্ববিদ্যালয়ের কাছেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা । এই সময় একজন কালো জ্যাকেট পরা লোক প্রকাশ্যে গুলি চালায় । গুলি চালানোর পর বন্দুক হাতে নিয়ে বলে, "এই নাও আজ়াদি ।" তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । জখম ছাত্রকে দিল্লির AIIMS-এ ভরতি করা হয়েছে । AIIMS-র ট্রমা সেন্টারে তিনি চিকিৎসাধীন ।
Last Updated : Jan 31, 2020, 3:09 AM IST