Rash Driving : পাতিয়ালায় পুলিশকর্মীকে চাপ দিল বেপরোয়া চালক, তদন্তের নির্দেশ - Rash Driving : পাতিয়ালায় পুলিশকর্মীকে চাপ দিল বেপরোয়া চালক, তদন্তের নির্দেশ
🎬 Watch Now: Feature Video
নাকা চেকিংয়ের সময় গাড়ি থামানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশকর্মীকে চাপা দিয়ে চলে গেল বেপরোয়া চালক ৷ পঞ্জাবের পাতিয়ালায় ঘটা রোমহর্ষক ঘটনাটি ভিডিয়োতে ধরা পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে কীভাবে পুলিশকর্মীকে টেনে নিয়ে যাচ্ছে গাড়িটি ৷ বেপরোয়া ওই চালককে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ । ডিএসপি (সিটি) হেমন্ত শর্মা সংবাদমাধ্যমকে বলেন, "চেকিং এড়ানোর জন্য গাড়ির চালক গাড়ি-সহ পুলিশকে টেনে নিয়ে যায় । গাড়িটি সনাক্ত করা হয়েছে ৷ তদন্ত চলছে ।"