সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল, প্রণব মুখোপাধ্যায়ের প্রশংসায় অমিত - প্রণব মুখোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
গোটা দেশের জন্য এ এক গভীর দুঃখের সময় ৷ প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণের পর এক ভিডিয়ো বার্তায় একথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শোকবার্তায় তিনি বললেন, "পক্ষে হোক বা বিপক্ষে, নীতি-নির্ধারণে যে কোনও আলোচনা করার হোক বা নিজে কোনও নীতিনির্ধারণ করা হোক, প্রতিটি ক্ষেত্রে প্রণবদার অভিজ্ঞতা নজরে আসত ৷ সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল। ক্ষমতায় থাকার সময়ও বিরোধীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতেন। আবার নিজে বিরোধী থাকাকালীন গঠনমূলক কাজ থেকে দূরে থাকেননি।"