ETV Bharat / state

সৌরভ কন্যার গাড়িতে বাসের ধাক্কা, ভাঙল কাঁচ; কেমন আছেন সানা ? - SOURAV DAUGHTER SANA

বাসের বেপরোয়া গতি, অন্য বাসের সঙ্গে রেষারেষি ৷ যার জেরে সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারে একটি বাস ৷ ভয়ঙ্কর ঘটনার সাক্ষী সানা ৷

SOURAV DAUGHTER SANA GANGULY
সৌরভ কন্যার গাড়িতে বাসের ধাক্কা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 7:08 AM IST

কলকাতা, 4 জানুয়ারি: কলকাতা শহরে ফের বেপরোয়া বাস। বেপরোয়া বাস ধাক্কা দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে। শুক্রবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দু'টি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চালকের আসনের দিকে ধাক্কা মারে বাসটি। তাঁর পাশেই সিটেই ছিলেন সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়।

বাসের ধাক্কার সঙ্গে সঙ্গে সানার গাড়ি উল্টে যাচ্ছিল, কিন্তু চালকের তৎপরতায় বেঁচে যান দু'জনেই। গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের আঘাত লাগেনি সানার। বাসটি আমতার দিক থেকে আসছিল স্থানীয় সূত্রে খবর। গাড়িটির লুকিং গ্লাস ভেঙে গিয়েছে। থানায় অভিযোগ জানানো হয় গঙ্গোপাধ্য়ায় পরিবারের পক্ষ থেকে ৷ অভিযোগ পেয়ে ঘাতক বাসের চালকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা।

কেমন আছেন সানা ? (ইটিভি ভারত)

পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত বাসচালককে। ঘাতক বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার জেরে ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট হয়ে গিয়েছিল। দুর্ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি গঙ্গোপাধ্যায় পরিবারের কোনও সদস্য।

SOURAV DAUGHTER SANA GANGULY
অভিযোগ পেয়ে ঘাতক বাসের চালকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা (নিজস্ব ছবি)

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা লন্ডনে থাকেন। বিদেশে পড়াশোনা শেষ করে চাকরি করছেন প্রাক্তন ভারত অধিনায়কের মেয়ে ৷ কলকাতায় এসেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। শুক্রবার সন্ধ্যায় দরকারে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু ফেরার সময় এই দুর্ঘটনা।

SOURAV DAUGHTER SANA GANGULY
বেপরোয়া বাস ধাক্কা দিল সানা গঙ্গোপাধ্যায়ের গাড়িতে (নিজস্ব ছবি)

এদিকে, ডায়মন্ড হারবার রোডে বেপরোয়া গাড়ি চলাচলের অভিযোগ, বহুদিনের। নানা বিধিনিষেধ করেও তা বন্ধ করা যায়নি। একাধিক পথ দুর্ঘটনার ঘটনা লেগেই রয়েছে। তা নিয়ে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এবার সেই বেপরোয়া যান চলাচলের শিকার সৌরভ কন্যা সানা। তবে সানার কোনও চোট লাগেলনি ৷

কলকাতা, 4 জানুয়ারি: কলকাতা শহরে ফের বেপরোয়া বাস। বেপরোয়া বাস ধাক্কা দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে। শুক্রবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দু'টি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চালকের আসনের দিকে ধাক্কা মারে বাসটি। তাঁর পাশেই সিটেই ছিলেন সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়।

বাসের ধাক্কার সঙ্গে সঙ্গে সানার গাড়ি উল্টে যাচ্ছিল, কিন্তু চালকের তৎপরতায় বেঁচে যান দু'জনেই। গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের আঘাত লাগেনি সানার। বাসটি আমতার দিক থেকে আসছিল স্থানীয় সূত্রে খবর। গাড়িটির লুকিং গ্লাস ভেঙে গিয়েছে। থানায় অভিযোগ জানানো হয় গঙ্গোপাধ্য়ায় পরিবারের পক্ষ থেকে ৷ অভিযোগ পেয়ে ঘাতক বাসের চালকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা।

কেমন আছেন সানা ? (ইটিভি ভারত)

পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত বাসচালককে। ঘাতক বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার জেরে ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট হয়ে গিয়েছিল। দুর্ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি গঙ্গোপাধ্যায় পরিবারের কোনও সদস্য।

SOURAV DAUGHTER SANA GANGULY
অভিযোগ পেয়ে ঘাতক বাসের চালকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা (নিজস্ব ছবি)

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা লন্ডনে থাকেন। বিদেশে পড়াশোনা শেষ করে চাকরি করছেন প্রাক্তন ভারত অধিনায়কের মেয়ে ৷ কলকাতায় এসেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। শুক্রবার সন্ধ্যায় দরকারে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু ফেরার সময় এই দুর্ঘটনা।

SOURAV DAUGHTER SANA GANGULY
বেপরোয়া বাস ধাক্কা দিল সানা গঙ্গোপাধ্যায়ের গাড়িতে (নিজস্ব ছবি)

এদিকে, ডায়মন্ড হারবার রোডে বেপরোয়া গাড়ি চলাচলের অভিযোগ, বহুদিনের। নানা বিধিনিষেধ করেও তা বন্ধ করা যায়নি। একাধিক পথ দুর্ঘটনার ঘটনা লেগেই রয়েছে। তা নিয়ে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এবার সেই বেপরোয়া যান চলাচলের শিকার সৌরভ কন্যা সানা। তবে সানার কোনও চোট লাগেলনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.