করোনা রুখতে শুধু মানুষ নয়, মাস্ক পরছে সারমেয়ও - traveling in bike
🎬 Watch Now: Feature Video
দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । এই পরিস্থিতিতে প্রত্যেককে মাস্ক পরতে ও দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । এই পরিস্থিতিতে প্রত্যেককে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ তবে শুধু মানুষ নয় ৷ কুকুরকেও মাস্ক পরতে দেখা যাচ্ছে ৷ গতকাল এমনই দৃশ্য দেখা গেল কর্নাটকের পুঠুরু সিটি স্টেশনের কাছে ৷ প্রবীণ ডিসুজা নামে এক ব্যক্তি স্কুটি নিয়ে বেরিয়েছেন রাস্তায় ৷ সঙ্গে রয়েছে তাঁর আদরের পোষ্য ৷ করোনা পরিস্থিতিতে সুরক্ষার খাতিরে নিজে তো মাস্ক পরেছেন ৷ সেইসঙ্গে তাঁর পোষ্যকেও মাস্ক পরিয়েছেন ৷ পুলিশও তার কাজের প্রশংসা করেছে ।