দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 54 হাজার 140 - corona cases in India
🎬 Watch Now: Feature Video
দেশে কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে ৷ 31 জানুয়ারি কেরালায় দেশের প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায় ৷ আজ 28 মে ৷ দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 লাখ 54 হাজার 140 ৷ মৃতের সংখ্যা 4 হাজার 531 ৷ একদিনে মৃত্যু হয়েছে 194 জনের ৷