হায়দরাবাদে ট্রেন দুর্ঘটনা, সামনে এল CCTV ফুটেজ - লিঙ্গমপল্লি-ফলকনামা MMTS লোকাল
🎬 Watch Now: Feature Video
আজ সকাল সাড়ে 10টা নাগাদ হায়দরাবাদের কাচিগুড়া স্টেশনের কাছে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় 10 জন । কাচিগুড়া স্টেশনে লিঙ্গমপল্লি-ফলকনামা MMTS লোকাল ট্রেনটি সিগনাল না পাওয়া সত্ত্বেও স্টেশন থেকে ছেড়ে গিয়ে কুরনুল সিটি-সেকেন্দরাবাদ হানড্রাই এক্সপ্রেসকে মুখোমুখি ধাক্কা মারে । লাইনচ্যুত হয়ে পড়ে লিঙ্গমপল্লি-ফলকনামা MMTS লোকাল ট্রেনের 3টি বগি এবং কুরনুল সিটি-সেকেন্দরাবাদ হানড্রাই এক্সপ্রেসের 4টি বগি । সামনে এসেছে সেই মুহূর্তের CCTV ফুটেজ ।