"ভাইপোর" সহযোগী বিধায়কদের দলে নেবে না বিজেপি : কৈলাস বিজয়বর্গীয় - Kailash's statement on Mamata's nephew
🎬 Watch Now: Feature Video
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগী বিধায়কদের দলে নেবে না বিজেপি । একথা জানালেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। গতকালই তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে 41 জন বিধায়কের তালিকা আছে । এপ্রসঙ্গে আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সাংবাদিকদের উত্তরে তিনি বলেন, " সবাইকে আমরা নেব না । মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো গোরু-কয়লা চুরি করেন, সিন্ডিকেটরাজ চালান। ওঁর সহযোগী যে সব বিধায়ক রয়েছেন তাঁদের নেওয়া হবে না । তাঁকেই নেওয়া হবে যাঁর ভাবমূর্তি স্বচ্ছ । ভারতীয় জনতা পার্টিতে সবার প্রবেশাধিকার নেই । "