RFC-র অভিজ্ঞতা নিয়ে দেশের ফিল্ম সিটি সাজাতে চাই, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী - Hasan Mahmud

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 16, 2020, 10:37 PM IST

Updated : Jan 16, 2020, 11:01 PM IST

বাংলাদেশ বেতারের সম্প্রচার উদ্বোধন করতে ভারতে এসেছিলেন তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ । 14 জানুয়ারি দিল্লিতে ভারত ও বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী যৌথভাবে বেতার সম্প্রচারের উদ্বোধন করেন। গতকাল বিদেশমন্ত্রী এস জয়শংকর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাসান মাহমুদ । আজ ETV ভারতের মুখোমুখি হয়ে ভারত সফর এবং সিনেমা ও ডিজ়িটাল মিডিয়া সহ একাধিক বিষয়ে কথা বলেন তিনি । গতকালের বৈঠকে বেতার সম্প্রচার উদ্বোধনের পাশাপাশি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি একটি সিনেমা নিয়ে আলোচনার কথা জানান হাসান মাহমুদ । বলেন, "ভারত-বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা, বন্দর, সাংস্কৃতিক আদান-প্রদান নিয়েও আলোচনা হয়েছে ।" বাংলাদেশে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণের কথাও জানান তিনি । এক্ষেত্রে, রামোজি ফিল্ম সিটি (RFC)-র সুযোগ-সুবিধা ও তার উন্নত পরিকাঠামোর উল্লেখ করেন তিনি । বলেন, "এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের দেশের ফিল্ম সিটিকে সাজাতে চাই ।" ডিজ়িটাল মিডিয়া ও ডিজ়িটাল সাংবাদিকতা নিয়েও নিজের মতামত জানান তথ্যমন্ত্রী ।
Last Updated : Jan 16, 2020, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.