বাবরি মসজিদ ধ্বংসের রায় : ফিরে দেখা 28 বছর - বাবরি মসজিদ ধ্বংস
🎬 Watch Now: Feature Video
বাবরি মসজিদ ধ্বংসের 28 বছর হতে চলেছে । আজ মসজিদ ধ্বংসের রায় শোনাল লখনউয়ের বিশেষ আদালত । এই ধারাবাহিক সংগ্রামের সাক্ষী থেকেছেন যাঁরা, রায়ের অপেক্ষায় ছিলেন । অনেকেই রায়ের এই দিনকে গণতন্ত্রের ইতিহাসে কালোদিন বলেন । অনেকের মত ভিন্ন । বাবরি ধ্বংসের পক্ষে ও বিপক্ষে মতামত ছিল, আছে, থাকবেই । বাবরি মসজিদ ধ্বংস এক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিরোধীরা । যদিও আজ আদালতের রায়ের পর সেইসব অভিযোগ কার্যত নস্যাৎ হয় । আদালত জানায়, বাবরি ধ্বংস পূর্ব-পরিকল্পিত নয় । কিন্তু 1992-র সেই দিন থেকে আজ পর্যন্ত ঠিক কী কী হয়েছিল ? ফিরে দেখা যাক 28 বছরের টানাপোড়েন...