ভোটকে কেন্দ্র করে উত্তেজনা অসমের লহরিঘাটে - মোরিগাও
🎬 Watch Now: Feature Video
পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গেই অসমেও চলছে বিধানসভা নির্বাচন ৷ অসমের মোরিগাও জেলার লহরিঘাট এলাকার একটি ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা ছড়ায় ৷ এদিন ভোট গ্রহণের সময় হঠাৎই বচসা শুরু হয় ভোটদাতাদের মধ্যে ৷ বচসা থেকেই শুরু হয় হাতাহাতি ৷ পরিস্থিতি আয়ত্তে আনতে হস্তক্ষেপ করে ওই কেন্দ্রে থাকা কর্তব্যরত পুলিশ ৷ কিছুপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আহত হন একজন কর্তব্যরত পুলিশ কর্মী ৷