দেশের কনিষ্ঠতম মেয়র হিসেবে শপথ আরিয়া রাজেন্দ্রনের - 21 বছর বয়সে দেশের কনিষ্ঠ মেয়র
🎬 Watch Now: Feature Video
দেশের কনিষ্ঠতম মেয়র হিসেবে শপথ নিলেন আরিয়া রাজেন্দ্রন ৷ আজ কেরালার তিরুঅনন্তপুরম শপথগ্রহণ করেন তিনি ৷ কালেক্টর নভজ্যোৎ খোসা শপথবাক্য পাঠ করান ৷ কাউন্সিলের 100 জন সদস্যের মধ্যে 58 জন সদস্যের ভোট পেয়েছেন আরিয়া ৷