"ক্যাপ্টেন সাহেব" আপনি কি চাপে আছেন ? পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন কেজরিওয়ালের - Farmers agitation
🎬 Watch Now: Feature Video
" আপনি কি চাপে আছেন ? তাই আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন ৷" পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে পালটা প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ কৃষক আন্দোলন ইশুতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল আক্রমণ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্লজ্জভাবে কালো আইন লাগু করেছে দিল্লি সরকার ৷ যার প্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়ালের প্রতিক্রিয়া ,"এই ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে "ক্যাপ্টেন সাহেব" আপনি কী করে এই ধরনের মন্তব্য করতে পারলেন ? এই তিনটে আইন কেন্দ্রীয় সরকার এনেছে ৷ যে দিন রাষ্ট্রপতি স্বাক্ষর করেছিলেন সেই দিনই দেশজুড়ে এই তিনটি আইন লাগু হয়ে গেছিল ৷"