Bengal Civic Polls Result 2022 : ভোটে জিতে মমতার ছবিতে মালা দিলেন বাঁকুড়ার নির্দল প্রার্থী - Bankura Independent candidate pays tribute to Mamata Banerjee after winning
🎬 Watch Now: Feature Video
বাঁকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিট না-পাওয়ায় অভিমানে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন বিদায়ী কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী ৷ এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে 1625 ভোটে হারিয়ে ভোটে জিতলেন তিনি । তারপরেই দেখা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা দিয়ে জয় উদযাপন করছেন অনন্যা (Bankura Independent candidate pays tribute to Mamata Banerjee) ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST