Royal Bengal Tiger in Sundarbans : সুন্দরবনে একই দিনে দু'বার দক্ষিণরায়ের দর্শন - Dakshin Rai in Sundarbans
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম প্রাণবৈচিত্র্য সম্পন্ন পর্যটক কেন্দ্র হল সুন্দরবন ৷ ভ্রমণপিপাসু বাঙালির কাছে সুন্দরবন মানেই আবেগ আর সুন্দরবন মানে বাঘ আর কুমির। টানা তিনদিনের ছুটিতে সুন্দরবনের পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। লেগে রয়েছে পর্যটকদের আনাগোনা। সুন্দরবনে ঘুরতে গিয়ে দক্ষিণরায় (Dakshin Rai in Sundarbans) দেখা পাওয়া এখন পর্যটকদের কাছে স্বাভাবিক। সেরকমই কলকাতা থেকে আগত একদল পর্যটক লঞ্চে করে পরিদর্শন করছিলেন ৷ ঠিক সেই সময় বসিরহাট রেঞ্জের খিলার জঙ্গলে দেখা দক্ষিণরায়ের সঙ্গে ৷ একবার নয় পরপর দু'বার সাক্ষাৎ দক্ষিণরায়ের ৷ বাড়ি ফেরার সময় আবার চিলমারির জঙ্গলে দেখা বাঘমামার সঙ্গে ৷ পরপর দু‘বার দক্ষিণরায়ের দর্শন পাওয়ায় আনন্দে ভরপুর পর্যটকরা।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST