Shatrughan on Agnimitra : 'আপনি ঘরের মেয়ে হলে, আমিও ভারত মাতার সন্তান' ; অগ্নিমিত্রার উদ্দেশে শত্রুঘ্ন - BJP Candidate Agnimitra Paul
🎬 Watch Now: Feature Video
"আপনি যদি ঘরের মেয়ে হন, তাহলে আমি ভারত মাতার সন্তান", নামোল্লেখ না করে অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করলেন তৃণমূল তারকাপ্রার্থী শত্রুঘ্ন সিনহা । মঙ্গলবার রাতে রানিগঞ্জে তৃণমূলের কর্মী সভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসেন উপনির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহা । তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে অভিনেতা-নেতা বলেন "আমি বাংলার সংস্কৃতিকে ভালবাসি । আমি বাংলা ভাষাকে ভালবাসি । আপনি যদি ঘরের মেয়ে হন, তাহলে আসানসোলের দুঃখের সময় কোথায় ছিলেন ?" আসানসোলবাসীর জন্য কী ভালো চিন্তা করেছেন ? প্রশ্ন বলি-তারকার (Asansol TMC Candidate Shatrughan Sinha slams BJP Candidate Agnimitra Paul) ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST