Asansol Bye Election 2022 : আসানসোল নিজের মেয়েকেই চায়, মনোনয়ন দিয়ে মন্তব্য অগ্নিমিত্রার - আসানসোল নিজের মেয়েকেই চায়
🎬 Watch Now: Feature Video
2021 বিধানসভায় তৃণমূলের স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়’ ৷ আসানসোল লোকসভা উপনির্বাচনে (Asansol By-Election 2022) এবার সেই স্লোগানকেই অনুকরণ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ বললেন, ‘আসানসোল তাঁর নিজের মেয়েকে চায়’ (Asansol Wants Its Won Daughter Says Agnimitra Paul) ৷ আজ বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দেন অগ্নিমিত্রা ৷ পাশাপাশি আসানসোলের বিজেপি কর্মীদের কাছে নিজেকে ‘দিদিভাই’ বলে পরিচয় দিলেন তিনি ৷ জানালেন, বহুদিন পর বিজেপির কর্মীরা রাস্তায় বের হয়েছেন ৷ তাঁরা এতদিন তৃণমূলের অত্যাচারের কারণে লুকিয়ে ছিলেন ৷ এ বার তাঁরা বেরিয়েছেন ৷ কারণ, তাঁরা জানেন, তাঁদের দিদিভাই আছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST