TET Passed Students Agitation : স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দফতরে বিক্ষোভ টেট উত্তীর্ণদের - স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দফতরে বিক্ষোভ টেট উত্তীর্ণদের
🎬 Watch Now: Feature Video
সপরিবারে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চান ৷ শুক্রবার এমনই আবেদন নিয়ে নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দফতরে বিক্ষোভে সামিল টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা (Appealing voluntary death TET passed Students agitation in Krishnagar)। এর আগেও নিয়োগের দাবিতে একাধিকবার প্রশাসনের দফতরে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, 2014 তাঁরা প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ধাপে-ধাপে নিয়োগ করা হবে সকলকে। কিন্তু প্রাথমিকভাবে 12 হাজার নিয়োগ করার পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া। বেশ কয়েকবছর কেটে গেলেও নতুন করে আর নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে টেট উত্তীর্ণদের (ট্রেন্ড নট ইনক্লুডেড) দাবি, সরকার অবিলম্বে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিক, না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক।
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST