SFI Protest Rally : ছাত্রদের উপর আক্রমণ শিক্ষার পরিসরকে সংকুচিত করার ষড়যন্ত্র, অভিযোগ বিকাশরঞ্জনের - SFI Protest Rally on Student Leaders Death in West Bengal
🎬 Watch Now: Feature Video
রাজ্যে একের পর এক ছাত্রনেতার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সভার আয়োজন করল এসএফআই (SFI Protest Rally on Student Leaders Death in West Bengal) ৷ প্রথমে কলেজ স্ট্রিট এলাকায় মিছিল করার কথা ছিল এসএফআই এর ৷ কিন্তু, পুলিশের অনুমতি না পাওয়ায়, পিআইটিইউ’র শ্রমিক ভবনে অস্থায়ী মঞ্চ তৈরি করে প্রতিবাদ সভা করা হয় ৷ যে সভামঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ছাত্রদের প্রতি অত্যাচারের অভিযোগ করেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ সেখানেই শিক্ষা ক্ষেত্রকে গৈরিকীকরণ এবং শিক্ষার পরিসরকে সংকুচিত করার অভিযোগ তুলেছেন তিনি ৷ এসএফআই এর মৃত ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত এবং সম্প্রতি আনিশ খানের মৃত্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি ৷ ওই প্রতিবাদ সভায় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ছাত্রনেতা রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা উপস্থিত ছিলেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
SFI Protest Rally