Road Accident In Samserganj : নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবোঝাই লরি হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বাড়িতে - Road Accident In Samserganj
🎬 Watch Now: Feature Video
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ-34 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা (Road Accident In Samserganj)। নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল একটি পণ্যবাহী লরি হুড়মুড়িয়ে ঢুকে পড়ল একটি বাড়িতে। জাতীয় সড়কের পাশে থাকা ওই বাড়িতে সজোরে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায় পণ্যবোঝায় লরিটি। সোমবার ভোরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জের চশকাপুর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। যদিও হতাহতের কোনও খবর নেই। গাড়ির চালক ও খালাসি নিয়ন্ত্রণ হারানোর সময়ই লরি থেকে লাফ দেন ৷ যার ফলে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পণ্যবোঝাই লরিটি শিলিগুড়ি থেক কলকাতার দিকে যাচ্ছিল। তবে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরে কেউ ছিল না, তাই এখানেও প্রাণহানি ঘটেনি। স্থানীয়দের অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় এই বিপত্তি।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Road Accident In Samserganj